‘কাজ না করতে পারলে সরে যান’, পুরভোটের প্রচারে এসে হুঁশিয়ারি মমতার

Spread the love

এবার পুর প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ফুলবাগানের জনসভা থেকে উত্তর কলকাতার প্রার্থীদের হয়ে প্রচার তৃণমূল নেত্রীর। মতদানের বাকি আর কয়েক দিন। প্রচারের শেষ লগ্নে মহানগরের প্রার্থীদের হয়ে প্রচারে নেত্রী। মঞ্চে রয়েছেন পরেশ পাল, তাপস রায় , স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা সহ সমস্ত প্রার্থীরা। গোয়ায় প্রচার শেষ করে ফিরেই পুর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।

জনসভার শুরুতেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ আমরা কোনও কাজ ফেলে রাখি না। দুঃস্বপ্নের নয়, কলকাতা এখন স্বপ্নের শহর। যে বাইরে থেকে আসে সেই দরাজ সার্টিফিকেট দিয়ে যায় শহরকে। বেঙ্গালুরু-মুম্বই-দিল্লি-চেন্নাই যেখানেই যান না কেন এত ভালো সাজানো শহর আর পাবেন না।’ তিনি বলেন, দিল্লিতে পয়সা দিয়ে জল কিনতে হয়। কিন্তু, এখানে জলের জন্য কোনও টাকা লাগে না। জল ফ্রি, রেশন ফ্রি।

নাম না করে মহুয়া মৈত্রকে ভর্ৎসনার প্রসঙ্গে নেত্রীর ব্যাখা, ‘আমি কিছু বললেই সংবাদ মাধ্যম বলেন আমি একে-বকেছি, ওকে বকেছি। আমি বকার জন্য বলি না। ভালোর জন্য সংশোধনের জন্য বলি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*