কাল থেকে চলবে ট্রেন, আজ বিকেল থেকে বুকিং; জেনে নিন বিস্তারিত

Spread the love

আগামীকাল অর্থাৎ ১২ই মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চলবে। শুরুতে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে মোট তিরিশটি ট্রেন চলবে। তারই বুক শুরু হতে চলেছে আজ বিকেল চারটে থেকে।

রেল সূত্রের খবর, আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই টিকিট বুক করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে টিকিট বুক করা যাবে। রেলের কোনও টিকিট কাউন্টার কিন্তু খুলবে না। অর্থাৎ রেল স্টেশন সহ, দেশে বিভিন্ন যে টিকিট বুকিং কাউন্টার রয়েছে, সেগুলি বন্ধই থাকবে।

রেল জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো হবে শুরুতে। তবে এখনও টাইম টেবিল ঘোষণা করা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*