কিষান দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির সিংঘু সীমানায় অনশনরত প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করলেন ৫ তৃণমূল সাংসদ। বুধবার ৫ সদস্যের তৃণমূল প্রতিনিধিদলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল এবং মহম্মদ নাদিমুল হক। কৃষকদের প্রতিনিধিদের একটি দলের সঙ্গে এক সাংসদের ফোন থেকে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা যাচ্ছে, কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতি চাইছেন ওই আন্দোলন মঞ্চে। চাইছেন, নয়া কৃষিবিল প্রত্যাহারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন।
কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে হিক্ষোভে শামিল হয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। দিল্লি অভিমুখী বিক্ষোভ মিছিল সিংঘু সীমানায় বাধা পেলে সেখানেই অবস্থান শুরুকরেছেন কৃষকরা। কেন্দ্র-বিরোধী প্রতিবাদ জোরদার করতে তাঁরা সিংঘু সীমানায় অনশন ধরনা শুরু করেছেন।
বিক্ষুব্ধ কৃষকদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখাতেই এ দিন তাঁদের সঙ্গে দেখা করে প্রতিনিধিদল, জানিয়েছে তৃণমূল শিবির। দেশের খাদ্য সরবরাহকারীদের আজ অনশনে বাধ্য করা হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব।
Be the first to comment