গতকাল সাংবাদিক বৈঠকে প্রিয়ঙ্কা গান্ধী বলেছিলেন, “ভারতের আত্মায় প্রতিশোধ, হিংসা ও ক্রোধের কোনও জায়গা নেই।” রামায়ণ ও মহাভারতের কথা তুলে তিনি বলেন, “এ হল ভগবান কৃষ্ণের দেশ। তিনি ছিলেন দয়ার প্রতিমূর্তি। ভগবান রাম ছিলেন দয়ার প্রতিমূর্তি। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, কোথাও প্রতিশোধ নেওয়ার কথা বলেননি। তিনি কেবল দয়া ও সত্যের অনুভূতির কথা বলেছেন।”
যোগী তার কয়েক ঘণ্টার মধ্যে পালটা টুইট করে বলেছেন, কেউ যদি সন্ন্যাসীর সেবামূলক কাজে বাধা দিতে চায়, তবে শাস্তি পাবে। যোগী আরও বলেছেন, “এক সন্ন্যাসী লোককল্যাণে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। কেউ যদি তাতে বাধা দেয় তবে শাস্তি পাবে। যারা পারিবারিক সূত্রে রাজনীতি করে, তোষণের রাজনীতি করে, তারা জনসেবার অর্থ বুঝতে পারবে না।”
Be the first to comment