কেদারনাথ যাত্রা ও সেখান থেকে নরেন্দ্র মোদীর বার্তা নির্বাচনী বিধিভঙ্গ করেছে এমনটাই দাবী জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে কিখিত চিঠি জানিয়ে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ জানান সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
লিখিত চিঠিতে তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়মমতো শেষ দফার নির্বাচনের জন্য ভোট প্রচারে সময়সীমা হলো ১৭ই মে সন্ধ্যা ৬ টা। কিন্তু তারপর নরেন্দ্র মোদী কেদারনাথ যাত্রায় গিয়ে সেখান থেকে সকলের উদ্দেশ্য কেদারনাথের উন্নয়ন সহ একাধিক প্রস্তাব দেন। যা মডেল কোড অফ কনডাক্টের সীমা লঙ্ঘন করেছে। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আরোও অভিযোগ করা হয় যে, এই কেদারনাথ যাত্রায় মোদী সেখানকার গ্রাউন্ড প্ল্যান ও বিভিন্ন কর্মসূচী নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত ন্যাশানাল চ্যানেলগুলো তা দিনভর দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে ভোটপ্রচার যা নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। এই নিয়ে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছে তৃণমূল।
Be the first to comment