বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন পরিবর্তনের দাবিতে বসার পরেও রফাসূত্র মেলেনি। আজ পঞ্চম দফার বৈঠক হওয়ার কথা। এরই মাঝে গতকাল কেন্দ্র-বিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে বলে কৃষকরা জানিয়েছেন।
পাশাপাশি, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে মোদি-বিরোধী বিক্ষোভ দেখানো হবে বলে তাঁরা জানিয়েছেন। দেশের সমস্ত রাজ্যের কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমান্তে টিকরি অঞ্চলে এখনও অবস্থান করছেন কৃষকরা। একইসঙ্গে চিল্লা সীমান্তেও কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে।
Be the first to comment