কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে দৃঢ় ও শীর্ষ নেত্রী বলে প্রশংসা করলেন রাজ্যপাল

Spread the love

পিয়ালি আচার্য,

ছবি- অনিন্দ্য পাল চৌধুরী,

১লা ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ১টায় বাজেটের সূচনা করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই অধিবেশনে মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া নোটবন্দীর জোরালো মোকাবিলা করেছে। এরপরেও জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, গ্রাম, শহর নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে তাদের জীবনের সর্বক্ষেত্রের উন্নয়নের পথ থেকে বিচ্যুত হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এদিন তিনি আরও বলেন কন্যাশ্রী, কৃষকবন্ধু, রূপসী, খাদ্যসাথী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, জল ধরো জল ভরো, শিক্ষাশ্রী, গতিধারা, সমব্যথী, প্রভৃতি প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী বিশেষ উপকৃত হয়েছে। পাহাড়, জঙ্গলমহলে শান্তি ফিরেছে। ভোরের আলো, প্রভৃতি প্রকল্পের সুবিধা পেয়েছে মানুষ। বকখালি, সুন্দরবন, ফুরফুরা প্রভৃতি জায়গায় পর্যটন ক্ষেত্রে বিশেষ উন্নতিসাধন হয়েছে। 

বিগত ছয় বছরে চা শ্রমিকেরা বিপুল লাভবান হয়েছে। আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৮.২৩%, রাজ্যের মোট উৎপাদন বেড়ে হয়েছে ১৫.৫%। আর্থসামাজিক উন্নয়নে রাজ্য দেশের মধ্যে সেরার খেতাব পেয়েছে। বিশেষভাবে প্রশংসা করে রাজ্যপাল বলেন, প্রগতিশীল মুখ্যমন্ত্রীর দৃঢ় ও শীর্ষ নেতৃত্বে এই সরকার রাজ্যের মানুষের জীবনে এক ইতিবাচক রূপান্তর আনায়নের পথে মসৃণভাবে এগিয়ে চলেছে। এই সরকার বিভেদ, সহিষ্ণুতা, অবমাননাকর অশুভ শক্তিকে রক্ষা করে সহানুভূতি ও সহিষ্ণুতার রঙে সজ্জিত এক সর্বজনীন সমাজ কাঠামো গড়ে তুলতে বদ্ধ পরিকর।

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*