অমৃতা ঘোষ :- বেশ কিছুদিন ধরেই কেরল বৃষ্টির আওতায় ছিল। যার ফলে অনেক জায়গায় মাটি আলগা হয়ে যায় ভারি বৃষ্টির দরুন। এর মধ্যেই ফের কেরলে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস হয় যার ফলে মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ ২৪ জনের। আহত এখনো পর্যন্ত ৭০ জন।
ধসের তলায় শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। ওয়েনাড় এর পার্বত্য এলাকা মেপ্পাডিতে এই ধস নামে।
ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও।
এই পরিস্থিতিতে এনডিআরএফ-এর একটি অতিরিক্ত দল ওয়েনাড়ে যাচ্ছে। কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ব্রিগেড এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে।
এদিকে এর মধ্যেই কেরলে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Be the first to comment