কোভিড প্রোটোকল মেনেই এবার আয়োজন করা হচ্ছে গঙ্গাসাগর মেলার

Spread the love

কোভিড প্রোটোকল মেনেই এবার আয়োজন করা হচ্ছে গঙ্গাসাগর মেলার। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই মেলায়। নবান্নে এবিষয়ে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। জানা যায় আলোচনায় মোট ১৪টি বিষয় উঠে এসেছে।
আমফান ঝড়ের পরে ব্যাপক ক্ষতি হয়েছে গঙ্গাসাগর উপকূল তটের। যেহেতু পুণ্যার্থীরা আসবেন তাই এই কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। ড্রেজিং এর কাজ যথাযথ ভাবে শুরু করতে বলা হয়েছে। হাওড়া, শিয়ালদহ স্টেশনে যেন থাকে যথাযথ স্ক্রিনিং ব্যবস্থা। টেস্টের ব্যবস্থা করতে হবে। সেফ হোম, কোয়ারেনটাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড যথাযথ ব্যবস্থা রাখতে হবে। কোভিড কন্ট্রোল রুম থাকতে হবে। টোল ফ্রি নাম্বার রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার সব ব্যবস্থা রাখতে হবে। ওয়াটার ও এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখতে হবে। গ্রিন করিডর ব্যবস্থা করতে হবে। মৃত দেহ সরানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া অগ্নি নির্বাপণ দফতরের কর্মীদের রাখতে হবে। বাস ও ভেসেলের সংখ্যা বাড়াতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*