রোজদিন ডেস্ক :- চড়া রোদে সল্টলেকে করুণাময়ীর রাস্তা আটকে বিক্ষোভ করেছে চাকুরীহারারা। আচার্য্য ভবনের সামনে ধর্নায় বসেছেন তাঁরা। এরফলে সল্টলেক চত্বরে যানজট এর সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
বিক্ষোভ কারীদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্য প্রার্থীদের জন্য যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে কমিশন কে। সেইজন্য তাঁরা আজকে চেয়ারম্যান এর সঙ্গে কথা বলতে এসেছিলেন আচার্য্য ভবনে, কিন্তু পুলিশ গেট অবরুদ্ধ করে রাখে। ফলস্বরূপ তাঁরা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
একজন বিক্ষোভ কারীর কাছে শোনা যায়, “যারা তাঁদের এই পরিস্থিতির জন্য দায়ী, তাঁদের কেই ব্যবস্থা নিতে হবে, এসএসসি কে জবাব দিহি করতে হবে, যোগ্য ও অযোগ্য দের তালিকা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান এর কাছ থেকে এবিষয়ে কিছু জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।”
আবার একজন শিক্ষকের মুখে শোনা যায় ক্ষোভের কথা,”অযোগ্য কিছু শিক্ষকদের জন্য, আজ আমাদের মত যোগ্য শিক্ষকদের এই পরিণতি ।
এসএসসি ওএমআর শিট প্রকাশ করুক।”
ইতিমধ্যেই আজ বর্ধমানের সভা তে এসে প্রধানমন্ত্রী জানান,২০১৬ সালের প্যানেলের যোগ্য প্রার্থীদের পাশে তিনি আছেন। যারা যোগ্য, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আইনি ব্যবস্থা করবে বিজেপি, যারা সৎ, সঠিক তাঁদের পাশে আছে বিজেপি,এটা মোদীর গ্যারান্টী।
আগামী ৬ ই মে এই মামলার শুনানি হবে আবার।
Be the first to comment