কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছেঃ রাজ্যপাল

Spread the love

NICED-এ কোভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধনে এসে ফের একবার রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর অভিযোগ, কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে । আয়ূষ্মান ভারত-এর সাহায্য না নেওয়ায় রাজ্যে স্বাস্থ্য কাঠামো দুর্বল বলে অভিযোগ তাঁর ।

NICED-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । তিনি বলেন , রাজ্যে এই কোরোনা পরিস্থিতির মধ্যে NICED-এর এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রেখেছে। আমি তাদের অভিনন্দন জানাই। এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। অনেকেই আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহণের আর্জি জানাচ্ছেন। এটাই ভারতের জনগণ।

পাশাপাশি, কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন তিনি। কেন্দ্রীয় সরকারের আয়ূষ্মান ভারত প্রকল্পেরও প্রশংসা করেছেন। এই প্রকল্পের জন্য স্বাস্থ্যের সবক্ষেত্রে অর্থাৎ হাসপাতাল , নার্স , ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদিতে উন্নতি হয়েছে বলে দাবি তাঁর । সেইসঙ্গে তিনি জানান , এই প্রকল্পের অংশ হতে পারেনি অনেকে। দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গ তার মধ্যে একজন। এই কারণে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল।

তিনি আরও বলেন , কোভিড সরঞ্জাম কেনায় দুর্নীতি হয়েছে। এর তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তের কী হল? তার রিপোর্ট-ই বা কী ? কোন ভিত্তিতে তদন্ত বন্ধ হয়ে গেল? এবং যাঁরা তদন্ত করছেন তাঁরাই বা কারা? কারাই বা টেন্ডারের সুবিধা পেয়েছেন? রিপোর্ট জনসাধারণের সামনে নিয়ে আসা উচিত। বক্তব্যের শেষে তিনি কোরোনায় মৃত পুলিশ, নার্স , ডাক্তারদের প্রতি সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*