গতকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শুরু করেছে সিরাম ইনস্টিটিউটের তৈরি ‘অক্সফোর্ডের প্রতিষেধক’ কোভিশিল্ড। আজ থেকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধকটিও নানা শহরে সরবরাহের কাজ শুরু হল।
শনিবার, ১৬ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন টিকাকরণ সংক্রান্ত ‘কো-উইন’ অ্যাপটিরও। প্রথম ধাপের টিকাকরণে ১ কোটি ১০ লক্ষ ডোজ় কোভিশিল্ড এবং ৫৫ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ় কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিরাম ইতিমধ্যেই ১৩টি শহরে ৫৬ লক্ষ ডোজ় পাঠিয়েছে।
Be the first to comment