পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ক্ষুদিরাম স্মরণে অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী এখানে ক্ষুদিরামের জীবন, দেশপ্রেম ও আত্মবলিদানের কথা তুলে ধরেন। তবে এই সভায় তাঁর বক্তৃতা বেশকিছুটা ইঙ্গিতবাহী। তিনি বলেন, পান্তা ভাত খাওয়া গ্রামের ছেলেটা মানুষের জন্য লড়ছে, লড়বে। বারে বারে তাঁর গলায় ফিরে আসে জাতীয়তাবোধ, দেশপ্রেমের কথা। তিনি বলেন, যাঁরা ভারতমাতার সন্তান, যাঁরা দেশকে ভালোবাসে, তাঁদের দেশপ্রেমিকদের সম্পর্কে জানা প্রয়োজন। নতুন প্রজন্মকে জাতীয়তাবোধ ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন। প্রণাম জানান উপস্থিত মহিলা, আদিবাসী, সংখ্যালঘু, কুর্মী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষকে। আবারও তাঁর গলায় শোনা যায় চরৈবেতি। এগিয়ে চলার মন্ত্র বারবার বলছেন শুভেন্দু। কিন্তু কোন পথে যাচ্ছেন, সে কথা খোলসা করে না বললেও নিজের আদর্শ বজায় রেখে যে তিনি সামনের পথ হাঁটবেন সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন।
Be the first to comment