ভিডিও সৌজন্যে- (পিএমও ইন্ডিয়া)
সংসদে বাজেট অধিবেশনের বৃহস্পতিবার ছিলো ষষ্ঠ দিন। অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায়’ এর উত্তরে একের পর এক অভিযোগে বিরোধীদের বিঁধলেন নমো। তিনি বলেন চোর আবার চৌকিদারকে বকছে।
পাশাপাশি মোদী আরও জানিয়েছেন, মানুষ খুব ভাল করেই জেনে গিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সরকার কী করতে পারে। এনডিএ সরকার কী কাজ করেছে তাও জনগণ জেনে গিয়েছেন ও সেই কারণে তাঁরা এই মহাজোট নামক জালিয়াতির সরকার চান না বিশেষ করে যারা কলকাতায় একত্রিত হয়েছিলেন। মহাজোটের সরকার দিল্লি পর্যন্ত পৌঁছতে পারবে না , কলকাতাতেই সীমাবদ্ধ রাখুন এইসব। মোদী আরও জানান, এবারের নির্বাচনে এই জোটকে মানুষ মেনে নেবেন না । সচেতন সমাজ যেমন ভেজাল থেকে দূরে থাকেন ঠিক তেমনই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ এই ভেজালের জোট থেকে দূরে থাকবেন ।
অন্যদিকে এদিন কংগ্রেসকে আক্রমণ করে মোদী আরও জানিয়েছেন,আসলে পরিবারতন্ত্রের রাজনৈতিক ট্র্যাডিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর মত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব ও সেই কারণেই তাঁকে মানতে পারছে না কংগ্রেস।
শুনুন এদিন কী বললেন মোদী?
Be the first to comment