গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনে নিজের মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি নন্দীগ্রামের অভিজ্ঞতার পর তিনি এবারে আগেভাগেই সতর্ক করে দিয়েছেন নেতা-কর্মীদের ৷ শুধুই দিদির উপর ভরসা করে না থাকার কথাও বলেন নেত্রী ৷ পাশাপাশি ভবানীপুরে কর্মীদের প্রতিটি দরজায়, প্রতিটি মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি ৷
যেকোনও কাজ তিথি-নক্ষত্র মেনেই করেন বাংলার মুখ্যমন্ত্রী। যেহেতু বিধানসভা উপনির্বাচন তাঁর জন্য নিজেরই অতীত রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ, তাই কাজটি দিনক্ষণ মেনেই করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। সেভাবেই তিনি নির্বাচনের প্রচার-ও শুরু করেছেন বুধবার ৷ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করবেন মমতা ৷ তবে নির্বাচন কমিশনের গাইডলাইন ও করোনা বিধি মেনেই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। তাই মনোনয়ন পর্বে যাতে কোনও ভাবেই কর্মী-সমর্থকদের ভিড় না হয়, সে বিষয়ে চেতলার কর্মিসভা থেকেই কড়া নির্দেশ দিয়েছেন তিনি ৷
নেতা-কর্মীদের উদ্দেশে মমতা আরও বলেন, নন্দীগ্রামের ভোটে তাঁর হারের পিছনে ষড়যন্ত্র ছিল। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ”দিদি জিতবে বলে বসে থাকবেন না। তা হলে ষড়যন্ত্র আরও গভীর হবে।” নন্দীগ্রামে লড়াই করে হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী থাকতে উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী হয়েছেন মমতা। নন্দীগ্রামে তাঁর পরাজয় ‘চক্রান্তের ফল’ বলে গতকাল দাবি করেছেন মমতা। তাঁর ব্যাখ্যা, ”প্রত্যেকটি বুথ অফিসার, আইসি, ডিএম থেকে শুরু করে সবাইকে বদলি করা হয়েছে। ছাপ্পা করা হয়েছে। কাউকে ভোট করতে দেয়নি।” এই প্রসঙ্গেই তিনি স্থানীয় নেতা-কর্মীদের বলেছেন, ”প্রতিটি মানুষের কাছে, প্রতিটি দরজায় যেতে হবে। কমিশন কিছু বিধি-নিষেধ জানিয়েছে। তা মেনে চলতে হবে।”
বৈঠকে ভবানীপুরে তাঁর মুখ্য নির্বাচন এজেন্ট হিসাবে বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মমতা। সেই সঙ্গে সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা-মন্ত্রীদের বিভিন্ন কেন্দ্রের ওয়ার্ডের দায়িত্বও দিয়েছেন তিনি । ভবানীপুরের নির্বাচনের গুরুত্ব বুঝিয়ে মমতা এদিন বলেন, ”২০২৪-এর লোকসভা ভোটের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। এরপরে পৌরসভার ভোট হবে। সব ভোটেই আমাদের জিততে হবে।”
গতকাল অর্থাৎ বুধবার তিথি-নক্ষত্র মেনেই তিনি উপনির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করেছেন ৷ সেখানেই জানিয়েছেন, আগামী শুক্রবার অর্থাৎ আগামিকাল তিনি মনোনয়ন দাখিল করবেন ৷ সেই মতো দলের তরফেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ।
Be the first to comment