দেশের রাজধানীতে ধুমায়িত কৃষক আন্দোলনের মাঝেই সোমবার সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবারের এই বাজেটে কৃষকদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি জানিয়েছেন বাজেটে কৃষকদের উপার্জন আরও বাড়ানোর দিকেই লক্ষ্য রাখা হয়ছে ৷ গ্রাম এবং কৃষিতেই ফোকাস করেছে এবারের বাজেট ৷
সোমবার মোদী জাতির উদ্দেশে বলেন, অনেক বিশেষজ্ঞরা ভাবছিলেন যে, বাজেটে সাধারণ মানুষের ওপর বোঝা বাড়াবে সরকরা৷ কিন্তু আমরা প্রো-অ্যাক্টিভ বাজেট করে দেখালাম ৷ এই বাজেটে স্বাস্থ্যের মানোন্নয়নের সঙ্গেই সম্পদের বৃদ্ধি হবে ৷ এতে ভারতের সার্বিক উন্নয়ন হবে ৷ পরিকাঠামোগত ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ৷ কৃষকদের উপার্জন বাড়ানোতেই আরও বেশি করে ফোকাস করা হয়েছে ৷ পরিকাঠামোর নতুন দিক খুলে গিয়ে জীবনযাপন আরও সহজ হয়েছে ৷
মোদী আরও বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে ৷ ভারতকে আত্ননির্ভর গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাসী করে তুলবে ৷ এই বাজেটে একটা উন্নয়নের ধারণা পাওয়া গিয়েছে ৷ দেশের তরুণদের জন্য সুযোগ বিকশিত হবে ।
Be the first to comment