এই জয় মানুষের। এই জয় গণতন্ত্রের। আম আদমি পার্টির পক্ষে ট্রেন্ড এগোতেই এই ভাষায় জয়ের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোথাও বিজেপি জিততে পারছে না। মানুষ বুঝে গিয়েছে।
এদিন মমতা বলেন, ‘ঘৃণার রাজনীতি করার পরও মানুষের জয় হয়েছে। দিল্লিবাসীকে অভিনন্দন। দিল্লিতে যেভাবে কেন্দ্রীয় সরকার সব এজেন্সি নিয়ে, সব সিস্টেম নিয়ে গায়ের জোরে দখল করতে চেয়েছিল। সেটা হয়নি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষ বিভেদের রাজনীতি পছন্দ করে না। তাই বিজেপ সব জায়গায় হেরে যাচ্ছে। মানুষ ‘রোটি-কাপড়া-মকান’ চায়। তাঁর কথায় ,’মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লির পর ট্রেন্ডটা খুব পরিস্কার হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপির ঔদ্ধত্য বাড়তে শুরু করেছে। রাজনৈতিক ষড়যন্ত্রও চলছে।’ মমতা মনে করেন, দেশের বেকারত্ব, অর্থনীতি, শিল্প, এসব বিষয়েই নজর দেওয়া উচিৎ। কিন্তু বিজেপি তা করছে না।
মঙ্গলবার সকাল থেকে যা ট্রেন্ড তাতে পরিস্কার দিল্লিতে হ্যাট্রিকের পথে কেজরিওয়ালই।
Be the first to comment