চাঁদের মাটি থেকে ঠিক ২.১ কিলোমিটার দূরত্বে ল্যান্ডারে সঙ্গে আচমকাই যোগাযোগ ছিন্ন হয়ে গেল। চাঁদের মাটিতে নামা হলোনা আর।
ইসরো থেকে বলা হয়েছে, চাঁদে সফট ল্যান্ডিং করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। চাঁদ থেকে সে যখন মাত্র দু’কিলোমিটারের সামান্য বেশি দূরত্বে, তখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসরোর বিজ্ঞানীদের সাহস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “জীবনে উত্থান-পতন আসে। দেশ আপনাদের নিয়ে গর্ব করে। আপনারা দেশের অনেক সেবা করেছেন। আমি শেষ অবধি আপনাদের সঙ্গে আছি, থাকব।”
Be the first to comment