ছোট হচ্ছে প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাকি দেশের জন্য গাইডলাইন দিল কেন্দ্র

Spread the love

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনও সমাবেশ বা জমায়েত করা যাবে না, নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেখানে জানানো হয়েছে, ভার্চুয়ালি স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে ৷ এড়িয়ে চলতে হবে জমায়েত ৷ মন্ত্রকের পরামর্শ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচার করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা, প্রতি বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবস উদযাপন হবে। কিন্তু, কোরোনার সংক্রমণের কারণে এই বছর কয়েকটি নিয়ম-বিধি মেনে দিনটি উদযাপন করতে হবে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে COVID-১৯ নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা মেনে চলতে হবে অর্থাৎ, উদযাপনে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। মাস্ক পরতে হবে। সঠিকভাবে স্যানিটাইজ় করতে হবে। এড়িয়ে চলতে হবে জমায়েত বা সমাবেশ।

রাজ্যগুলিকে স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ, উদযাপনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে । বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য বা যাঁরা অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তাঁদের জন্য ইন্টারনেটকে মাধ্যম করা যেতে পারে।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, দিল্লিতে প্রতি বছরের মতো এই বছরও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ২১টি গান স্যালুট দেওয়া হবে। জাতীয় সংগীত গাওয়া হবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন ৷ রাষ্ট্রপতি ভবনে ‘অ্যাট হোম’ রিসেপশন হবে।

রাজ্যগুলির ক্ষেত্রে :

  • মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন। বক্তব্য রাখবেন তিনি। জাতীয় সংগীত গাওয়া হবে।
  • কোরোনা ভাইরাস প্যানডেমিকের জন্য অনুষ্ঠানে জমায়েত করা যাবে না। সামাজিক দূরত্ববিধি মানতে হবে। মাস্ক পরতে হবে।
  • COVID-১৯ প্যানডেমিকে যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্য কর্মীরা কাজ করছেন তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যথাযথ পদক্ষেপ হবে। কয়েকজন কোরোনা মুক্ত ব্যক্তিকেও আমন্ত্রণ করা যেতে পারে।

জেলার ক্ষেত্রে :

  • কোনও মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক সকাল নয়টার পর পতাকা উত্তোলন করবেন। তিনি বক্তব্য রাখবেন। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে।
  • কোরোনা ভাইরাস প্যানডেমিকের জন্য অনুষ্ঠানে জমায়েত করা যাবে না। সামাজিক দূরত্ববিধি মানতে হবে। মাস্কও পরতে হবে।
  • COVID-১৯ প্যানডেমিকে যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীরা কাজ করছেন তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যথাযথ পদক্ষেপ হবে। কয়েকজন কোরোনা মুক্ত ব্যক্তিকেও আমন্ত্রণ করা যেতে পারে।

সাব-ডিভিশনাল ও পঞ্চায়েত স্তরের ক্ষেত্রে :

কোনও মন্ত্রী বা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা গ্রাম প্রধান পতাকা উত্তোলন করবেন। তিনি বক্তব্য রাখবেন। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। এই ক্ষেত্রেও একইভাবে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। পরতে হবে মাস্ক ও অন্য নিষেধাজ্ঞাও মেনে চলতে হবে।

এছাড়া দেশের প্রতি ভালবাসা জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে এই গাইডলাইনে। এছাড়া বাড়ির ছাদ থেকে কিংবা ব্যালকনি থেকে জাতীয় পতাকা উড়িয়েও এই দিন সেলিব্রেট করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মনির্ভর ভারতের মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়েছে এই গাইডলাইনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*