করোনা ভাইরাস ঠেকাতে আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে জনতা কার্ফু। সাতসকালে টুইট করে এই কার্ফুতে অংশ নেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, বাড়িতে থেকে অংশ নিন কার্ফুতে। কোটি কোটি দেশবাসীর শক্তি দিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে জনতা কার্ফুর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তাই কার্যত সকাল থেকেই গৃহবন্দি ভারত। অনেকের বক্তব্য, এদিন কী হচ্ছে সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন লেখেন, ‘ঘরে থাকুন,সুস্থ থাকুন’।
Be the first to comment