রোজদিন ডেস্ক :- নিট-এ অস্বচ্ছতার অভিযোগে সারা দেশে এখন উত্তাল পরিস্থিতি। প্রশ্ন ফাঁস থেকে অতিরিক্ত নম্বর– একাধিক অভিযোগ উঠেছে এই পরীক্ষাকে ঘিরে। বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের রিটেস্টও নিতে বাধ্য হয়েছে কেন্দ্র। বিরোধী দলগুলি এই ইস্যুতে একযোগে আক্রমণ করেছে মোদী সরকারকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন,’আগের মতো যেন আবার রাজ্যগুলি নিজেদের দায়িত্বে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স পরিচালনা করার সুযোগ পায়। ডাক্তারিতে সুযোগ পাওয়ার জন্য পরীক্ষাব্যবস্থার যে কেন্দ্রীয়করণ করে ‘নিট’ পরীক্ষার সিস্টেম চালু হয়েছিল, তার বিরোধিতা করেছেন তিনি। তিনি বলেন, কেন ‘নিট’ পরীক্ষাব্যবস্থাটি দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং তা বাতিল করা দরকার।’
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস, ঘুষ নেওয়া, বাড়তি নম্বর দেওয়া– এসব যা যা অভিযোগ উঠেছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইস্যুগুলির দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত কেন্দ্রের।’
মূখ্যমন্ত্রী আরো বলেন,’২০১৭ সালের আগে পর্যন্ত রাজ্যগুলি তাদের নিজেদের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত এবং কেন্দ্রও আলাদা করে তা পরিচালনা করত। এই ব্যবস্থায় অনেক ভালভাবে পরীক্ষা নেওয়া যেত কোনও সমস্যা ছাড়া। পড়াশোনার মানও রক্ষা হতো।’
Be the first to comment