রোজদিন ডেস্ক :- আজ শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হলো গোটা দেশে। সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। একেবারেও বিকেল ৫টা নাগাদ সাদা তাঁতের শাড়ি পরে, পায়ে হাওয়াই চটি দিয়ে মিত্র স্কুলের দিকে এগিয়ে এলো তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে সকলকে হাতজোড় করে নমস্কার জানিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বরাবরই সমস্ত ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৫টা নাগাদ দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার আগে যখন তিনি হেঁটে ভোটকেন্দ্রে যাচ্ছেন তখন রাজপথ জুড়ে স্লোগান উঠল ‘জয় বাংলা’। আর সাধারণ মানুষেরা ভিড় দেখে তার মুখে হালকা হাসি। বাংলার নাগরিকদেরকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে হালকা হাসি আর হাতে জয়ের চিহ্ন—ভিকট্রি। তখন তাঁরাও উচ্ছ্বসিত হয়ে হাত নাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Be the first to comment