মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবার নতুন প্রকল্প – ‘জাগো’। মহিলাদের বিকাশের জন্যই এই প্রকল্প বলে জানিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। জানা গেছে শুক্রবার থেকে প্রকল্পের কাজ শুরু হল।
প্রসঙ্গত, রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্প বলে জানিয়েছে রাজ্য সরকার।জানা গেছে এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের ১ কোটি মহিলা।
প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। ২০১১ সালে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিলো ৪.৭২ লক্ষ, যা বেড়ে ২০১৯ সালে হয়েছে ৬.৯২ লক্ষ। আগে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণের পরিমাণ ছিল ৫৫৩ কোটি, এখন তা বেড়ে হয়েছে ৭ হাজার কোটি টাকা।
Be the first to comment