আসন্ন একুশের নির্বাচনের মুখে রোজই দলবদলের জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতক মহলে।সেই জল্পনা আবারও বাড়িয়ে দিলেন এবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের গোড়ায় জিতেন্দ্র তিওয়ারির তৃণমূল ত্যাগ কার্যত স্থির হয়ে গিয়েছিল। শেষ বেলায় তিনি সংবাদ মাধ্যমকে জানান তিনি দলবদলের কথা ভাবছে না কোনো ভাবেই।
কিন্তু এবার যে আবারও তার ঘাস ফুল শিবিরের সাথে বিরোধ শুরু হয়েছে তা স্পষ্ট করে দিলো সোমবার তার করা ট্যুইট।তিনি জানিয়েছেন ‘ হোয়েন দ্যা গোয়িং গেটস টাফ,দ্যা টাফ গেট গোয়িং ‘। কিছুদিন আগেই তৃনমূলের পশ্চিম বর্ধমান জেলাকমিটি পদ থেকে বাদ পড়েছেন জিতেন্দ্রর নাম।
দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেই আসানসোলের পুর প্রশাসক পদ থেকে তিনি ইস্তফা দেন তিনি ।এর পর দলের সাথে তার ভুল বোঝাবুঝি মেটার পরেও তার পদ ফিরিয়ে দেওয়া হয়নি । এর জেরেই তার দলের সাথে সম্পর্কের নতুন মোড় বলে মনে করা হচ্ছে।
তবে জিতেন্দ্রর ট্যুইট সামনে আসার পর আবারও জল্পনা বাড়িয়ে তুলেছে তবে কি আসানসোলের প্রাক্তন মেয়র বিজেপিতে যোগ দেবেন?যদিও এর আগেই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জিতেন্দ্র তিওয়ারি কে দলে নিতে আপত্তি জানিয়েছিলেন।এখন দেখার জিতেন্দ্রর রাজনৈতিক মোড় কোন দিকে ঘোরে সেই অপেক্ষায় রাজনৈতিক মহলের একাংশ।
Be the first to comment