ঝাড়খণ্ড আদালতে জামিন পেলেন পশুখাদ্য মামলায় দোষী লালুপ্রসাদ যাদব

Spread the love

জামিন পেলেন লালুপ্রসাদ যাদব ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁকে পশুখাদ্য মামলা কেলেঙ্কারিতে জামিন দিল ৷ ১৫ ফেব্রুয়ারি পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ ডোরান্ডা ট্রেজারির ১৩৯ কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আরজেডি প্রধান ৷

২১ ফেব্রুয়ারি দোষী লালুপ্রসাদকে সিবিআই আদালত ৫ বছরের সাজা ঘোষণা করেছিল ৷ এর বিরুদ্ধে কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ আজ বিচারপতি অপরেশকুমার সিংহ তাঁর জামিন মঞ্জুর করেন ৷ ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী লালুপ্রসাদ যাদব এখন জেলে ৷

এদিন আরজেডি প্রধানের আইনজীবী বলেন, “ঝাড়খণ্ড হাইকোর্ট আমাদের আবেদন গ্রহণ করে জামিন দিয়েছে ৷ আমরা আদালতে জানিয়েছি যে, তিনি এই মামলার শাস্তি হিসেবে পাঁচ বছরের অর্ধেক সময় জেলে ছিলেন ৷ তিনি 41 মাসের জন্য জেলে কাটিয়েছেন ৷”

মনে করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে আদালতের নির্দেশ নিম্ন আদালতে পাঠানো হবে এবং জামিনের বন্ড দিয়ে প্রবীণ নেতা লালুপ্রসাদের ছাড়পত্র মিলবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*