বুলবুল নিয়ে আজ নবান্নে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝড় নিয়ে নোংরা রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এদিন বলেন, ক্ষতিগ্রস্থদের ১২ কেজি চাল, আলু, ডাল, ৫লিটার করে কেরোসিন তেল দেওয়ার ব্যবস্থা আমরা করছি। এবং তার সাথে একটা করে হ্যারিকেনও দেওয়া হবে। গতকাল আমরা ৪০ হাজার হ্যারিকেন পেয়েছি। আমরা ৬লক্ষ সেট দেব ঠিক করেছি। এই সেটের মধ্যে বাসনপত্র, স্টোভ, একটু চা, চাল, ডাল, বেবি ফুড, চাদর-কম্বল থাকবে। এর জন্য ৭/৮ দিন সময় লাগবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সান্ত্বনা এইটা যে প্রায় পৌনে ২লক্ষ মানুষের প্রাণটা বেঁচে গেছে। এখনো পর্যন্ত সবমিলিয়ে ৯জন মারা গেছেন। এর মধ্যে উঃ২৪পরগনায় ৫জন, দঃ ২৪পরগনায় ৩জন, আর মেদিনীপুরে ১জন মারা গেছেন। এইসব পরিবারের সদস্যদের টাকা আমরা পাঠিয়ে দিয়েছি।
Be the first to comment