টলিপাড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শুটিং, রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল বাংলার পরিচালকবৃন্দ

Spread the love

অমৃতা ঘোষ ( ২৯ জুলাই) :- গত 2দিন ধরে অন্ধকার টলিপাড়ার লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে। সোমবার সকাল থেকেই স্তব্ধ। খাঁ খাঁ করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলার পরিচালকেরা।

রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ার দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। কলাকুশলী ভার্সেস পরিচালক, ফেডারেশন ভার্সেস ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন, ঝামেলে কবে মিটবে বলা কঠিন। যদিও ইতিমধ্যে মধ্যস্থতা করতে চেয়ে ময়দানে নেমেছে আর্টিস্ট ফোরাম।

রাহুলকে ঘিরে কয়েকদিন ধরে চলতে থাকা পরিস্থিতি আরও জোড়ালো হচ্ছে ৷ গত শনিবারের শুটিংয়ে অভিনেতারা পৌঁছলেও অনুপস্থিত ছিলেন টেকনিশিয়ানরা। রাহুলের পাশে দাঁড়িয়েছে টলিউডের পরিচালক মহল। পরিস্থিতির মীমাংসা না হলে দু’দিনের মধ্যে কোনও পরিচালক শুটিং ফ্লোরে যাবেন না, সেদিনই হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরও ফেডারেশন অনড় তাঁদের সিদ্ধান্তে। তাই জল্পনার পারদ চড়ছিল টলিউডের শুটিং বন্ধ হওয়ার। রবিবার রাত গড়াতেই জল্পনায় সিলমোহর পড়ল।
রাহুলের আগামী ছবিতে পুরনো পদ ফিরিয়ে না দিলে কোনও পরিচালক সোমবার থেকে ফ্লোরে যাবেন না বলে বিবৃতিতে জানিয়েছে ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ ৷ রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সেই বিবৃতি পোস্ট করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়েছে “যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে ।” এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়,, পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ টলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দার প্রায় সকল পরিচালকেরা।

গত বৃহস্পতিবার বিকেলে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিরেক্টরস গিল্ড। নিষেধাজ্ঞা তুলতেও পারে তারাই। ফেডারেশনের এখানে কিছু করার নেই। অথচ ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তাদের জায়গায় অনড়। ফেডারেশনের দাবি, পরিচালকদের সঙ্গে সামনাসামনি কথা হবে। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গাতেই স্থির থাকবে। এদিকে পরিচালক-ফেডারেশনের দ্বন্দ্বে সোমবার স্টুডিওপাড়ায় শুরু হয়েছে কর্মবিরতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*