টাউন হলের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। এই ঐতিহাসিক ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য। জানা গেছে গত কয়েক বছরে কলকাতায় বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও সেগুলির প্রবলতা খুব বেশি ছিল না, তবুও সংশয় থেকেই যায়। ঠিক এই কারণেই, দুশো বছরেরও বেশী পুরনো এই ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাতে উদ্যোগী সরকার। আইআইটি রুরকির বিশেষজ্ঞরা এই বাড়িটি সংস্কারের বিশদ রিপোর্ট তৈরী করেছে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখেই।
এই সংস্কারের দায়িত্বে পূর্ত দপ্তর। ফাইবার-যুক্ত-কংক্রিট দিয়ে এই হলের থামগুলিকে মজবুত করা হচ্ছে। থামের সাথে যুক্ত ছাদের অংশটিতে স্টিল ব্যবহার করা হবে। এছাড়াও, টাউন হলের শোভাবৃদ্ধির জন্য রঙবেরঙের আলো দিয়ে সাজানোও হবে।
Be the first to comment