টাওয়ার গোষ্ঠীর সঙ্গে চুক্তির জের, জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

Spread the love

জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। চিটফান্ড কোম্পানিতে নাম এসেছিল টাওয়ার গ্রুপের। সেই কোম্পানিরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পি সি সরকার। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

শুক্রবার পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। প্রায় ২ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেই সময় বাড়িতে ছিলেন পি সি সরকার নিজে ও তাঁর মেয়ে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, টাওয়ার গ্রুপের থেকে কত টাকা নিয়েছিলেন পি সি সরকার, কেনই বা টাকা নিয়েছিলেন সেই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাঁকে। তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টে টাওয়ার গ্রুপের সঙ্গে যে টাকার লেনদেনের হিসাব রয়েছে, তার বাইরে তিনি আর টাকা নিয়েছিলেন কিনা, তাও এদিন জানতে চাওয়া হয় জাদুকরের কাছে।

উত্তরে তিনি বলেন, তিনি একসময় টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তাই তাঁর যেটুকু প্রাপ্য ছিল, সেই টাকা তিনি ওই গোষ্ঠীর কাছ থেকে নিয়েছেন।

এদিন পি সি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের যে চুক্তিপত্র রয়েছে, সেটিও চায় সিবিআই। সেটি খতিয়ে দেখেন গোয়েন্দারা। খতিয়ে দেখা হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট ও টাওয়ার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে এমন নথিও। পি সি সরকার টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তিতে থাকার সময় কোনও রকম আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা, তাও জানতে চান গোয়েন্দারা। তাঁর বাড়িতে এদিন সিবিআইয়ের ৮ থেকে ১০ জন গোয়েন্দার একটি টিম তল্লাশি চালায়।

তবে পি সি সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সাংবাদিকদের সিবিআইও এখনও এনিয়ে কিছু জানায়নি। সূত্রের খবর, যদি জাদুকরের বাড়ি থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায় তবে সেই মতো পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন গোয়েন্দারা। তেমন হলে পি সি সরকারকে নিজাম প্যালেসেও ডাকা হতে পারে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*