ভারত-চিন সংঘর্ষের ঘটনার পরেই চিনা অ্যাপের উপর সার্জিকাল স্ট্রাইক চালায় মোদী সরকার। টিকটক সহ একগুচ্ছ চিনের অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু এরপরেও কিছু সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার টিকটক, উইচ্যাট সহ মোট ৫৯ টি চিনা অ্যাপ বরাবরের মতো নিষিদ্ধ করল ভারত। গত জুন মাসেই ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক থেকে ওই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। সম্প্রতি সেগুলি চিরতরে নিষিদ্ধ করা হল।
জানা যায়, এর আগে একাধিকবার নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির কাছে সরকার জানতে চেয়েছিল যে, কীভাবে ইউজারদের তথ্য সুরক্ষিত রাখা হচ্ছে। আর তা গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, ইউজারদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে সেগুলি ঠিক কি কাজে লাগে।
এমন একগুচ্ছ প্রশ্ন করা হয় নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির কাছে। সংস্থাগুলি গুলি যে জবাব দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট হয়নি। তাই অ্যাপগুলি বরাবরের মতো নিষিদ্ধ করে দেওয়া হল।
গতবছর মোট ২০০ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে ছিল জনপ্রিয় স্মার্টফোন গেম পাবজি। নভেম্বরে ওই সংস্থা ঘোষণা করে, ভারতের জন্য বিশেষ ধরনের গেম আনবে। কিন্তু পরে জানা যায়, ভারত সরকার তাদের অনুমতি দেয়নি।
Be the first to comment