বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা এমনটাই আশাপ্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে করোনা টিকা উৎপাদন শুরু করবেন তাঁরা। তিনি জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে আইসিএমআর-এর সঙ্গে করোনা টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। কয়েকদিন আগেই সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছিল, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে শুধু ভারত এবং মধ্য ও স্বল্প আয়ের দেশগুলির জন্য তারা ১০ কোটি করোনা টিকা তৈরি করতে চায়।
আদার পুনাওয়ালা জানিয়েছেন, টিকার দাম তাঁরা রাখতে চলেছেন ৩ ডলারের কাছাকাছি প্রতি ডোজ। তবে আগামী ২ মাসের মধ্যে টিকার চূড়ান্ত দাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment