ডেঙ্গির জন্য বিশেষ হাসপাতাল তৈরি করতে চলেছে কলকাতা পৌরনিগম। কলকাতার খিদিরপুরে ডেঙ্গি চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল তৈরির এই পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান মেয়র।
ফিরহাদ হাকিম বলেন, পৌরনিগমের নিয়মেই এই প্রাথমিক চিকিৎসার কথা বলা আছে। আমরা কিছু রোগের প্রাথমিক চিকিৎসা করে থাকি। তারই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও যেখানে জায়গা পাচ্ছি সেখানে কিছু হাসপাতালও করছি। প্রথমে সামান্য কয়েকটি বেড রাখার ব্যবস্থা করা হচ্ছে। যাতে প্রাথমিক চিকিৎসাটুকু করা যায়। যেমন মশাবাহিত কোনও রোগের ক্ষেত্রে প্লেটরেট চেক করার মতো বিষয়গুলি।
অন্যদিকে ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, বেসরকারি ক্ষেত্রে নিয়ম মেনে ডেঙ্গির চিকিৎসা না হওয়ায় অনেক রোগীর দুর্ভাগ্যজনক পরিণাম হচ্ছে। তাই কলকাতার মহানাগরিকের নির্দেশে খিদিরপুরে ডেঙ্গির রোগীদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি হচ্ছে।