ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আগামী ৮ই ফেব্রুয়ারি কলকাতা পুরসভা শহরজুড়ে মিছিল আয়োজন করবে। পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ডেই মিছিল হবে। সব থেকে বড় মিছিলটি বেরোবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার সদর দপ্তর থেকে। এই সচেতনতা অভিযানে সামিল হতে পুর কর্তৃপক্ষ বিভিন্ন ক্লাব, পুজো কমিটি ও বিখ্যাত ব্যক্তিদের আহ্বান জানিয়েছে।
প্রত্যেক পুরপ্রতিনিধি তাঁদের নিজের ওয়ার্ডে মিছিল বার করবেন। ইতিমধ্যেই পুরসভার বিভিন্ন ডেঙ্গু বিরোধী সচেতনতা অভিযান ও পদক্ষেপ ডেঙ্গু আটকাতে অনেকটাই কার্যকর হয়েছে। ড্রোন ব্যবহার করা হচ্ছে, জলের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করা হচ্ছে, ছড়ানো হচ্ছে কীটনাশক। যেসব জায়গায় মানুষ প্রবেশ করতে পারেনা, সেখানে রোবটে যন্ত্র লাগিয়ে সাফাইয়ের কাজ করা হচ্ছে।
Be the first to comment