ডেরেক, দোলা সহ আট সাংসদ সাসপেন্ড; কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের ; দেখে নিন

Spread the love

কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ রাজ্যসভার বিরোধী আট জন সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান।

তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ তালিকায় আছেন কংগ্রেসের রাজীব শতাভ, রিপুন বরা এবং সৈয়দ নাসির হুসেন। সাসপেন্ড হয়েছেন সিপিএমের কে কে রাগেশ, এলাম আরাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংহও।

এই নিয়ে ইতিমধ্যেই কঠোর নিন্দা জানিয়েছেন সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আমি যদিও রাজ্যসভার সাংসদ নই, কিন্তু যে ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা সাংসদদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। ভোট না করে যে ভাবে স্রেফ ধ্বনি ভোটে রাজ্যসভায় কৃষি বিল পাশ করানো হয়েছে, ওই সাংসদরা তারই প্রতিবাদ করেছিলেন।’’

তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শাসকদলের মর্জি মতো কাজ করেছেন। তিনি কোনও আইনেরই তোয়াক্কা করেননি। তাঁর আচরণ নজিরবিহীন এবং বেআইনি। যে ভাবে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তা হল ভবিষ্যতে তাঁদের কণ্ঠরোধ করার প্রয়াস। এই যদি আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক পরিস্থিতি হয়, তা হলে এই দেশ নিশ্চিত ভাবে সংখ্যাধিক্যতার শিকার হতে চলেছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*