রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এবছর ছাত্র সংসদ ভোট হবে কিনা সেই নিয়ে যথেষ্ট দ্যোতনা ছিল৷ তবে সেই নিয়ে বক্তব্য পুরো স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এ বিষয়ে জানা গেছে যে, এবার যাতে ছাত্র ভোট সুষ্ঠু ভাবে হয়, তার তোড়জোড় শুরু করতে চলেছে শিক্ষা দফতর। গতকাল বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ঘরে বসে সাংবাদিকদের পার্থবাবু বলেন, সমস্ত ছাত্র সংগঠন নিয়ে বৈঠকে বসবে শিক্ষা দফতর।
তবে এই নিয়ে বিজেপি ছাত্রসংগঠন এবিভিপি-কেও কি ডাকা হবে কিনা সেই নিয়ে ঘোর অনিশ্চয়তা আছে। এদিন পার্থবাবুর কথায়, “যারা এ রাজ্যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন করছে, তাদেরকেই ডাকা হবে।” স্পষ্ট করে দিয়েছেন এই তালিকায় এবিভিপি পড়ে না। তিনি বলেন, “শিক্ষিত ছাত্র সংগঠনগুলিকেই ডাকা হবে।”
Be the first to comment