তিন মাস দিতে হবেনা ইএমআই, ঘোষণা করল রিজাভ ব্যাঙ্ক। এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, সমস্ত রকম টার্ম লোনের উপর তিন মাস মোরাটোরিয়াম থাকবে। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হল, তারা তিন মাস ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারবে।
গতকালই জি-২০ গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের সম্মেলনে বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তরফে বলা হয়েছিল যে ঋণ শোধের শর্ত প্রতিটি উন্নয়নশীল দেশই যেন শিথিল করে। নইলে মন্দা আরও ভয়াবহ হতে পারে।
Be the first to comment