দর্শনার্থীদের জন্য আজ থেকে খুলে দেওয়া হলো জগন্নাথ মন্দিরের ৪টি দুয়ার..

Spread the love

রোজদিন ডেস্ক :- এতদিন পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের একটি দুয়ারটিই কেবলমাত্র ভক্তদের জন্য খোলা থাকত এবং এই পথ দিয়েই মূল মন্দিরে ঢুকে জগন্নাথ দর্শনের সুযোগ পেতেন দর্শনার্থীরা।
কিন্তু, এবছর ভোটের আগে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মন্দিরের চারটি দুয়ারই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এই ইস্যু এর আগেও বহুবার উঠেছিল ,নির্বাচনী ইস্তেহারে রেখেছে বিজেপি। তবে জয় আসেনি। ২০২৪ এর লোকসভা ভোটে ওড়িশায় বিজেপি জিততেই প্রতিশ্রুতি মতো খুলে দেওয়া হল মন্দিরের চারটি দুয়ার।

এতদিন পর্যন্ত শুধু মন্দিরের সিংহ দুয়ার টি একমাত্র খোলা থাকত। এবং একটি দুয়ার দিয়েই যাতায়াত করতে হতো দর্শনের জন্য, ফলে ভিড় ও হতো খুবই।

আজ, বৃহস্পতিবার সকালে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইলো হাজার হাজার মানুষজন। উপস্থিত ছিলেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। পুজোও দেন তিনি। পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী এবং বিজেপি সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতারাও ছিলেন এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, “গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আমরা জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার খোলার প্রস্তাব রাখি। সেই প্রস্তাব পাশ হওয়ার পরেই আজ ভোরে আমরা মন্দিরে পৌঁছই এবং গেট খোলার ব্যবস্থা করি। আগামী বাজেটে জগন্নাথ মন্দিরের উন্নয়ন ও অন্যান্য কাজের বিষয়ে ফান্ড বরাদ্দ করার প্রস্তাব পেশ করব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*