দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশ করল CBSE; ৯১.৪৬ শতাংশ পড়ুয়া সফল, শুভেচ্ছাবার্তা মমতার

Spread the love

দ্বাদশের পর আজ, ১৫ জুলাই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE ৷ চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষেরও বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷

গত বছর অর্থাৎ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া। চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। করোনার কারণে এবার কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সিবিএসই৷ বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া।

cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷

কী ভাবে জানা যাবে রেজাল্ট?

১. cbseresults.nic.in বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান৷

২. CBSE class 10 result 2020 -তে ক্লিক করুন৷

৩. নাম, রোল নম্বর দিয়ে লগ-ইন করুন৷ রেজাল্ট স্ক্রিনেই দেখা যাবে৷

পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাচ্ছে৷

রেজাল্ট ঘোষণার পর ট্যুইট করে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর দেখা দেয় অবিশ্বাস্যভাবে পাসের হার ৮৮.‌৭৮ শতাংশ। ত্রিবন্দ্রম, বেঙ্গালুরু ও চেন্নাই এই তিন রাজ্যের পড়ুয়ারা দারুণ ফল করেছে অন্যদিকে দিল্লি জোনও ৯৪.‌৩৯% ফল চোখে পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*