রাস্তায় দাঁড়িয়ে বিপদ। পথের মাঝে সারি দিয়ে রাখা গ্যাস ভর্তি সিলিন্ডার। কাছে কোথাও হয়ত রয়েছে গোডাউন। তবে তার কর্মীদের দেখা নেই সিলিন্ডারের আশপাশে। ভরা সিলিন্ডারের পাশ দিয়েই চলছে গাড়ি। হেঁটে যাচ্ছেন মানুষজন। মহিষাদলের রথতলা মোড়, গেঁওখালি সিনেমা মোড়, তেরপেক্ষা মোড় থেকে সুতাহাটা কিংবা হলদিয়ার ব্রজলালচক….দিনের পর দিন এভাবেই চলছে বেআইনি কারবার।
শুধু ডাঁই করে রাখাই নয়, রাস্তার ধারের এই সিলিন্ডার-ই সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যে কোনও মূহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপদ।। এরপর রয়েছে সিলিন্ডারের ওজনের কারচুপির অভিযোগ। উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেকে। বিষয়টি অজানা নয় বিধায়ক, সাংসদেরও।
গ্যাস সিলিন্ডার নিয়ে প্রশাসনের বাধাধরা নিয়ম রয়েছে। নিয়ম মেনে গোডাউনে সিলিন্ডার রাখেন বেশিরভাগ ব্যবসায়ী। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোডাউনের খরচ বাঁচাতে এভাবেই রাস্তায় ডাঁই করে রাখেন সিলিন্ডার।। কিছু জায়গায় থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে চলছে বেআইনি কারবার।। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।। এরপরও কি ফিরবে হুুঁশ? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
Be the first to comment