দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

Spread the love

এবার দিলীপ ঘোষের ইস্তফার দাবি তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম রয়েছে এবং সেই প্রার্থীদের বদলের দাবিতে গতকাল রাত থেকে দলের হেস্টিংস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে ৷ দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভের মুখে পড়েন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও।

তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে ৷ ওই প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও বিক্ষোভকারীদের দাবি ৷ তাঁদের অভিযোগ, পাঁচলায় বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ রয়েছে ৷ তাই প্রার্থী প্রত্যাহার অবিলম্বে করতে হবে ৷

আজ সকাল থেকে বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়তে থাকে ৷ কুলপি, জয়নগর, ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি, ক্যানিং পশ্চিমে তোলাবাজ প্রার্থীর বদল চাই ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় ৷ এবার এই বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিজেপি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*