আজ সকালে মধ্য দিল্লির একটা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
জানা গেছে ঘটনাস্থলে তিরিশটিরও বেশি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। কি থেকে আগুন লেগেছে তা অবশ্য পরিষ্কার নয়। ঐ কারখানার মধ্যে ৫০ জন বা তারও বেশি শ্রমিক ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন ঘুমের মধ্যে। ফলে কোনও কিছু টের পাওয়ার আগেই আগুন তাঁদের গ্রাস করে নেয়। পুলিশ জানিয়েছে ৫৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরি বলেন, “৬০০ স্কোয়্যার ফিটের একটি প্লটে আগুন লাগে ৷ ভিতরটা অনেক অন্ধকার ৷ কারখানায় স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷” তিনি আরও বলেন, “আমরা ৫০ জনকে উদ্ধার করে LNJP হাসপাতালে পাঠিয়েছি ৷ তাঁদের মধ্যে কয়েকজন আহত ৷ কয়েকজন জ্ঞান হারিয়েছেন ৷ কারখানার মালিক জানিয়েছেন, কারখানার ভিতরে ২০-২৫ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন ৷ “
তবে কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ-দমকল ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন ৷ সেখানে থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ৷ আবার, শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে অনেকে মনে করছেন ৷
Be the first to comment