দিল্লির কোচিং সেন্টার কাণ্ডে ধৃত আরও পাঁচ, মোট ৭

Spread the love

চিরন্তন ব্যানার্জি :- দিল্লিতে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৭ হয়ে গিয়েছে। এর আগে ২৮ জুলাই রাউ’স কোচিং সেন্টারের সিইও অভিষেক গুপ্তা এবং সংস্থার কোঅর্ডিনেটর ডিপি সিংকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।
এদিন সংবাদ সংস্থা এএনআইকে ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানান, যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন গাড়ির চালক। তিনি সে দিন জমা জলের মধ্যে দিয়ে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। সেই স্রোতের ধাক্কাতেই কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে গিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তিনি আরও জানান, বেসমেন্টটি বেআইনিভাবে ব্যবহার করছিলেন কোচিং সেন্টার কর্তৃপক্ষ। তাঁর কথায়, বেসমেন্টে কোনও রকম ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না।পুলিশ এই বিষয়ে দিল্লি পুরসভার কাছ থেকে আরও তথ্য চেয়েছে। সব তথ্য খতিয়ে দেখা হবে। দোষীদের কড়া শাস্তি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*