আজই দিল্লি পৌঁছলেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া একাধিক বড় মুখ। দিল্লিতে শনিবারই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীরা।
জানা গিয়েছে, আজই বিজেপিতে যোগদান করে রবিবার সকালের বিমানে তাঁরা কলকাতায় ফিরবেন। রবিবার হাওড়ার ডুমুরজলাতে স্মৃতি ইরানির সভায় এই চার জনকে দেখা যাবে বলে সূত্রের খবর।
এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাজীব বলেন, অমিত শাহ বলেছেন, স্পেশাল বিমান পাঠাচ্ছি, এসো। আমার ভিশন-মিশন একটাই বাংলার মানুষের স্বার্থে কীভাবে কাজ করব। আমি মনে করি, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক না থাকলে বাংলার মানুষের জন্য উন্নয়ন করা যায় না। মেহনতি মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, বেকারদের কর্মসংস্থানের স্বার্থে কীভাবে কাজ করা যায় তা নিয়েই অমিত শাহের সঙ্গে আলোচনা করব। সেই ব্যাপারে আশ্বাস পেলেই ওই দলে যোগ দেব’।
এদিন রাজীবের সঙ্গে দিল্লি উড়ে যাচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায়, রুদ্রনীল ঘোষ। তাঁরাও সকলে বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা।
Be the first to comment