দিল্লী সফরে যাচ্ছেন এবার বাংলার মুখ্যমন্ত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক :- লোকসভা ভোটের পর এবার প্রথম রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে তিন দিনের দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তাঁর। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সংসদে বাজেট পেশ হবে ২৩ জুলাই। আর ২৭ জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এখনও পর্যন্ত স্থির রয়েছে, ২৫ জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে। ২৬ তারিখ সংসদে যাবেন মমতা। সেখানে ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা। তবে সেই বৈঠকগুলি চূড়ান্ত হয়নি। নীতি আয়োগের বৈঠক ২৭ তারিখ বিকেলে। মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা ২৮ তারিখ।
প্রসঙ্গত, ২০২২ সালের নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। কিন্তু ২০২৩ সালের বৈঠকে বেশির ভাগ বিরোধী-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি। সেই তালিকায় ছিলেন মমতাও।

নবান্ন সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ মহলও দু’ভাগে প্রস্তুতি শুরু করেছে। প্রথমটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য। দ্বিতীয়টি নীতি আয়োগকে মাথায় রেখে। গত বছর ২০ ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বকেয়া উদ্ধারে কেন্দ্র-রাজ্যের আধিকারিকদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল। খুব সম্প্রতি প্রায় এক বছর ধরে আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছেড়েছে কেন্দ্র। কিন্তু আবাস যোজনা বা একশো দিনের কাজের প্রকল্পের বরাদ্দ আটকেই রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*