দুটি নতুন উড়ালপুল তৈরীর পরিকল্পনা সরকারের

Spread the love
শিয়ালদা থেকে ডানলপ যাওয়া যাবে অতি সহজেই। তৈরি হচ্ছে জোড়া উড়ালপুল। একইসঙ্গে চওড়া হচ্ছে ডানলপ থেকে বারাকপুর পর্যন্ত বিটি রোডও। দুটি পুলের জন্য প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৯৮০ কোটি টাকা। যানজট মুক্তির জন্য এই দুটি উড়ালপুল তৈরীর পরিকল্পনা করছে রাজ্য সরকারের।
প্রথমটি রাজাবাজার ট্রামডিপোর সামনে থেকে। রাজাবাজার, মানিকতলা, খান্না হয়ে উড়ালপুলটি শেষ হবে বাগাবাজার বাটায়। রাজাবাজার থেকে বাগবাজার পর্যন্ত উড়ালপুলটির দৈর্ঘ্য হবে ৪.৮ কিলোমিটার। অন্যদিকে, টালা ব্রিজ পেরনোর ঠিক পর থেকে শুরু হবে দ্বিতীয় উড়ালপুলটি। সেখান থেকে চিড়িয়ামোড়, সিঁথিমোড় হয়ে উড়ালপুল চলে যাবে সোজা ডানলপ পর্যন্ত। টালা থেকে ডানলপ পর্যন্ত উড়ালপুলটি হবে ৬.২ কিলোমিটার দীর্ঘ। ডানলপ মোড়ের কাছে এসে দু’ভাগে ভাগ হয়ে যাবে উড়ালপুলটি। একটি ভাগ চলে যাবে ব্যারাকপুরের দিকে, অন্যটি দক্ষিণেশ্বরের দিকে। দুটি উড়ালপুলই ছয় লেনের হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*