রোজদিন ডেস্ক :-
মুখ্যসচিবের ইমেলের পালটা ইমেল করলো জুনিয়র চিকিৎসকরা। বুধবার বিকাল ৫টা ২৩ মিনিটে একটি ইমেল করে তাঁরা চারটি শর্ত দেয় রাজ্যকে।
চিকিৎসকদের দাবি, তাঁদের কমপক্ষে ৩০ জনের প্রতিনিধি দল যেনো বৈঠকে থাকে। এবং ওই বৈঠকটি যেনো লাইভ স্ট্রিমিং করা হয়। এবং ওই বৈঠকে যেনো উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের যে পাঁচ দফা দাবি ছিলো সেই দাবিতেই অনড় থাকছেন জুনিয়র চিকিৎসকরা।
Be the first to comment