অনেক দুর্গাপুজো কমিটিকে আয়কর দপ্তর কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী’ শাখা ধর্নায় বসবে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইট করে এদিন তৃণমূল নেত্রী লেখেন, “আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেবার জন্য নোটিশ পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত।
উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না।
আগামী ১৩ই আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের ‘বঙ্গ জননী’ শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা – সন্ধ্যে ৬ টা)। কর্মকর্তারা, অংশগ্রহণকারীরা সহ সকলে, যারা বাংলাকে ভালোবাসেন, আসুন এবং যোগদান করুন।”
Be the first to comment