অমৃতা ঘোষ:-
বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ইচ্ছে অনুযায়ী মেডিক্যাল চিকিৎসার জন্য দান করা হবে তাঁর দেহ। শুক্রবার বিকেলে এনআরএস হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে তাঁর দেহ। এর আগে বৃহস্পতিবারই তাঁর চক্ষু দান করা হয়েছে। আর সেদিন সন্ধ্যাতেই সেই কর্নিয়া দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দুজন।
আরআইও (রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি)-র ডিরেক্টর অসীমকুমার ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই জরুরীভিত্তিতে কর্নিয়া প্রতিস্থাপন প্রক্রিয়াজনিত অপারেশন করা হয়েছে। সফলভাবে সেই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। দুই গ্রহীতাই এখন সুস্থ আছেন।
আরআইও সূত্রে জানা গেছে, কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার মধ্যে কিছু মিল দেখা হয়। সেগুলি মিলিয়ে দেখে বৃহস্পতিবার রাতেই তা প্রতিস্থাপন করা হয়েছে।
আরআইও সূত্রে আরও জানা গেছে, বুদ্ধবাবুর রেটিনায় সমস্যা থাকলেও কর্নিয়া ঠিকঠাক ছিল। তিনি ছানির অস্ত্রোপচারও কখনও করাননি। ফলে কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। ছানির অস্ত্রোপচার হলে কর্নিয়ার গুনগত মান কমে যায়। চিকিৎসকদের মতে, চোখে সমস্যা থাকলেও বুদ্ধবাবু হয়তো কর্নিয়ার গুনগত মানের কথা ভেবে অস্ত্রোপচার করাননি।
কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার নাম, পরিচয় গোপন রাখা হয়। এ ক্ষেত্রেও সেই নিয়ম মেনে দুই গ্রহীতার পরিচয় গোপন রাখা হচ্ছে।
Be the first to comment