বিদায়ী বিধায়ককে নিয়ে ক্ষোভ ছিল। তাই তাঁকে প্রার্থী করা হয়নি। শনিবার রায়দিঘিতে ভোটের প্রচারে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। এই দেবশ্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে রায়দিঘির একাংশের মধ্যে নানা ক্ষোভ-অভিযোগ ছিল। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কান অবধিও পৌঁছেছিল। কানাঘুষো চলছিল, তৃণমূল দেবশ্রীকে এবার আর টিকিট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা ঘোষণার পর সে জল্পনাই সত্যি হয়। এই কেন্দ্রে দেবশ্রীর বদলে অলোক জলদাতাকে প্রার্থী করে তৃণমূল।
শনিবার এই কেন্দ্রে প্রচারে গিয়ে মমতা বলেন, আপনারা জানেন এই এলাকায় আগে আমাদের বিধায়ক দেবশ্রী রায় ছিলেন। মানুষের ক্ষোভ ছিল। তাই আমরা তাঁকে এবার আর টিকিট দিইনি।
একইসঙ্গে মমতার দাবি, “এই কেন্দ্রে বিজেপি যাঁকে প্রার্থী করেছে, তিনি আমাদের কাছে টিকিট চেয়েছিলেন। উনি কলকাতায় থাকেন। এখানে আসতে পারবেন না। এটা তো আর আমি নই। চলে আসব পর পর। তাঁকে প্রার্থী করিনি, তাই বিজেপিতে চলে গিয়েছে। যাক গে!”
এরপরই মমতার তোপ, “বিজেপি দলটাই তো ধারে চলছে। নিজস্ব কিছু নেই। কতগুলো ধার করা লোক নিয়ে ভোট লড়ছে। একদিকে সিপিএমের কিছু হার্মাদ। অন্যদিকে তৃণমূলেরও কিছু গিয়েছে, যাদের লোভ বড্ড বেশি। আমরা এখানে স্থানীয়কে প্রার্থী করেছি। এটা দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের।”
তবে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মমতার আত্মবিশ্বাস চলে গেছে। নিজের নেতা-কর্মীদের উপরই আর ভরসা রাখতে পারছেন না। নির্বাচনও আসলে হয়ে গেছে। রেজাল্টও হয়ে গেছে।” কটাক্ষ দিলীপ ঘোষের।
Be the first to comment