দেশব্যাপী কৃষি আন্দোলনের প্রতি সমর্থনে এবং কেন্দ্রের কৃষি-আইনের বিরোধিতায় এবার সরব তৃণমূল কংগ্রেস

Spread the love

দেশব্যাপী কৃষি আন্দোলনের প্রতি সমর্থনে এবং কেন্দ্রের কৃষি-আইনের বিরোধিতায় এবার সরব হল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ট্যুইট করে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানান। আর তা করতে গিয়ে সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের কথা উল্লেখ করেন।

কৃষকদের দিল্লি চলো অভিযানের সমর্থনে তিনি লেখেন, জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে, ২০০৬-এর ৪ ডিসেম্বর, কলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই রাক্ষুসে কৃষি আইন পাস করেছে কেন্দ্র। এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি।

এরপর দলের তরফেও সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘১৫ বছর আগে সিঙ্গুর আন্দোলন ইস্যুতে অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকের পাশে লড়াইয়ে ছিলেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*